অভাব ছিল অভাব আছে, থাকবেই চিরকাল !
অভাব হয়ত আনাজ-পাতি, বা তেল-নুন আদা-ঝাল l
দুঃখীর অভাব সুখ ছিল, সুখের অভাব দুঃখ !
চোখের জলের অভাব ছিল- যত মরুমন ছিল রুক্ষ l
প্রেমীর অভাব প্রেম-ই ছিল যা পূর্ণ হলেই জয় !
ভীরুর অভাব সাহস ছিল, তাইতো তাকায় ভয় l
অভাব ছিল  চাহিদা আছে, জানি থাকবেও চিরদিন !
অভাবের সব স্বভাব সাজায় ,বাড়ে এভাবেই সুদ-ঋণ l
জ্ঞানের অভাব না থাকলে-  কিভাবে শিখবে সত্যি !
অভাব থেকেই চাহিদা আসে, প্রকৃত চাহিদাই আনে মুক্তি l
আমরা আজ হাসছি কাল কেঁদেছি, তখন অভাব ছিল হাসি !
অভাব না হলে কান্না কাঁদিয়ে, জড়িয়েই দিত ফাঁসি l
সবাই হাজার অভাবে সত্যি অভাবী, চাহিদা আছে হাজার !
অভাব আছে তাই প্রয়োজন, দেখ তৈরী জীবন বাজার l
আমার অভাব তুমিই ছিলে, হয়তো তোমার অভাব অন্য !
অভাবী স্বত্তা মুল্য বোঝায়, তাইতো অভাব মিটলে ধন্য l
আলোর অভাব আঁধার ছিল, আঁধার অভাবী আলোর !
ভালোর অভাব ভালোই থাকে, থাকে অভাব বেশী ভালোর l