চাঁদের রূপ দেখ,
দেখেই শুধু শেখ-
চাঁদের গুণে লেখা কবিতা কত !
চাঁদ শুধু চাঁদ-ই হয়,
কেউ তার উপমা নয়-
চাঁদের রূপ শুধু চাঁদের-ই মত l


কাল ভালবেসে ছিল,
এই চাঁদ দেখেছিল-
হারিয়ে গেছে তারা আজ !
চাঁদতো থেকেই যাবে,
চিরকাল এক ভাবে-
সে যে নীল আকাশের সাজ l


গাছ গাছালির পাতায়-পাতায়,
চাঁদের আলো উছলে বেড়ায়  
রূপের আলো লাগে ভালো, মুগ্ধ হই দেখে !
নদী-নালায় খালে বিলে,
মাঝ সাগরের সোহাগী জলে-
চাঁদের কিরণ হেসে ওঠে, ঢেউয়ের সোহাগ মেখে l


বালি ভরা সাগর তটে,
মরুভূমির উষ্ণ পিঠে-
চাঁদের আলো আছড়ে পড়ে অগাধ রূপ-ভারে !
কত পথ প্রান্তরে,
বন-বনানীর অন্তরে -
আলো প্রবেশ করে- আলোতে ভরে l


ব্যথা-দুঃখের মাঝে,
এ ধরার কালো সাঁঝে -
অপলক চেয়ে থাকে শশী !
কত যাতনার স্মৃতি,
প্রাণের মধুর গীতি-
এখনো শুনে যায় গগনে বসি l


ছোট শিশু ডেকে যায়,
চাঁদ শুধু হেসে চায় -
কত সঙ্গীতে ভরা স্নিগ্ধ হাসি !
প্রাণের ঘরে ঘরে,
চাঁদের আলো পড়ে-
বেজে ওঠে প্রাণে-প্রাণে মধুর বাঁশি l


আকাশ-ই চাঁদের ঘর,
কেউ তার নয় পর -
ছোট বড় সকালের বন্ধু সে !
সারা রাত চেয়ে থাকে,
যেন সে কারে ডাকে -
এখনো উত্তর পায়নি সে l


কখনো হাসি মুখে,
কখনো বাঁকা চোখে -
এখনো চেয়ে থাকে আকাশে !
কখনো ব্যথা নিয়ে,
কখনো আশা নিয়ে-
এখনো কান পাতে বাতাসে l


গোটা চাঁদ ভাঙ্গা চাঁদ,
আকাশের বাঁকা ফাঁদ -
চিরকাল পাতা থাকে, আকাশের বুকেতে !
এ-প্রাণ প্রেম পায় -
চাঁদের প্রেমেতে- হায় !
হৃদয় হারিয়ে যায়, ঐ মায়া মুখেতে l


কখনো শিশির মেখে ,
কুয়াশায় মুখ ঢেকে -
ম্লান হাসি রাশি রাশি তারাদের সাথে !
আবার মেঘলা দিনে,
লুকোয় মেঘের কনে -
লুকোচুরি খেলা চলে, মেঘেদের সাথে l


আসমানী বেদী মূলে,
তারার প্রদীপ জ্বেলে -
ধ্যানে পরমেশ্বরে- কার সুখ মাগে ?
উজ্জ্বল রজত বেসে,
প্রতি দিবসের শেষে -
কেন চাঁদ প্রতি রাত জাগে ?