ছাগল কে ভাই ছ্যাবলা ভেবনা  
ভেবনা ছাগল পাগল !
আনলে সুক্ষ্ম দৃষ্টি করবে সৃষ্টি
দেখবে নতুন ভূগোল l


ওরা ছোট্ট যন্ত্রু নামেই কিন্তু
ছোট নয় স্বভাবে !
সারাদিন খাটে যদি কিছু জোটে
দিন কাটে একই ভাবে l


অপলক চোখ দেখেনা ভূলোক
বোঝেনা অবুঝ ভাষা !
ওই ব্যা-ব্যা ডাক করে আঁক-পাঁক
থাকে, সাধের সবুজে আশা l


ভালোবাসা বোঝে, ভালো মন খোঁজে-
মানুষের সাথ চায় !
উন্নত লোভ উড়ে আসে খোব
না জেনে এ প্রাণ যায় l


বড় শান্ত মতি করেনা ক্ষতি-
কাড়েনা কারোর অন্ন !
খাদ্য খাদক বাজনা বাদক
বোল বলে আজ ভিন্ন l


আছে শিং তবু সং সাজেনা
সাজেনা শিয়াল সিংহ !
জাত পাত ছাড়া কুটিলতা ছাড়া
মানেনা ধর্ম সংঘ l


সব বোঝে নর তবুও পামর
জানে পাপ-পূণ্যের মানে !
জানোয়ার বলি- যেন কোনো গালি
তবু, অনল জ্বলেনা মনে l


রাখি বন্দী করে তবু সন্ধি করে
করেনা বারুদে দাবি !
মাংসাশী নয় নেই কোনো ভয়-
বড়ই শান্ত ছবী l


আমি ওদের দেখেছি বোলতে শুনেছি-
"ওগো অধম মানুষ !
বিশ্বে সবার পেটে অন্ন জোটে
তবু তোমাদের নেই হুঁশ l


যা পাচ্ছ তাই খাছ তোমরা
যেন- পৃথিবী চিবিয়ে খাবে !
সব শেষ হলে খিদে না গেলে
নিজেরা নিজেকে খাবে l


অনেক অধর্ম অসংখ্য কু-কর্ম
করছো চুরি ও খুন !
আমরা লতাপাতা আর ঘাসপাতা খাই
খাইনা দিয়ে নুন l"


পোড়া কপাল নরের গোপাল
কি ভাবে দেখছ আজো !
হায় প্রাননাথ এ প্রান অনাথ
এ- প্রান যে অজ