মনের গভীরে মন্দ ভাবনা
বারবার আসে যায় !
অনেক দৃপ্ত কবি এঁকেছে ছবি
আমি- লিখব কি ভাষায় l


রাগ-অনুরাগ হয়ে গেছে বাঘ
ধরলে কামড়ে খাবে !
ক্ষোভ-বিদ্বেষ বলে বিষাক্ত হেসে
কি ভাবে আমায় নেবে ?


জ্বলছে জীবন পুড়ছে এ-প্রাণ
হতাশা ব্যাথারা যম !
এদের জাগাতে ছন্দে ভাষাতে
আজ আমি অক্ষম l


তোমাকে দেখেছি স্বপ্নে ভেবেছি
করতে চেয়েছি কবিতা !
যদি শব্দ হারায় প্রেমের পাতায়
তুমি মানবে কি এ-কথা ?


ভাবকে বোঝাই সোহাগে সাজাই
ওরা-প্রীতির স্পর্শ চায় না !
চাই, কলমের টানে দাগ দিতে মনে
এ-সুখ এ-বুক পায় না l


এই উর্বীর বুকে অক্ষয় দুঃখে
রয়েছে অনেক প্রাণ !
সেই না কথার নীরব ব্যাথাকে
চেনাতে চেয়েছি গান l


বহু ভাবনা ভাসে ভাবেতে হাসে
এলো-মেলো আনমনা !
আমার বাঁশুরি করে হুড়ো-হুড়ি
এ-তালে সে তালকানা l


ঝর্ণা যেমন করে ছন্দে নাচন-
আর, বর্ষা বাজায় বেহালা !
সুরায় ও সুরে আছে বিশ্ব ভরে
ভরতে পারিনা পেয়ালা l


দেখি, কখনো কাতর কষ্টে পাথর-
মনেতে মহান যাদু !
বুঝে বোঝা হয় বোঝার কি-কয়
কি ছিল মিষ্টি মধু ?


ঘর ভেঙ্গে কেউ অন্তরে ঢেউ
আর অসহায় গৃহহারা !
এত,  বিপরীত বোধ বিপুল বিরোধ-
কালিতে করেনা তাড়া l


বলে- বঞ্চিত ধারণা পাওনা-ই প্রেরণা
ধারণ করাই ধর্ম !
চাঁদের খুশি-হাসি যদি ভালবাসি
সঙ্গ পেতে, হয় নিস্ফল কর্ম ---