আগুন নিয়ে খেলছি আমি
আমারই মনের ঘরে !
কি আর হবে, ছারখার হয়ে-
মনটাই যাবে পুড়ে l


তুমি কেমন ভেবেও পাইনি
কতটা ভালো বা মন্দ !
ওগো ইন্দু বদনা সত্যি বলবো-
ওই আলোতেই আমি অন্ধ !


অর্থ-সামর্থ্য অনেক বাধা, শুধু-
বাধায় ব্যথাই জাগে !
তবু তোমার সঙ্গে দু'পা চলতে
জানিনা-কেনোযে স্বপ্ন-স্বপ্ন লাগে !


তোমায় নিয়ে কিযে করি-
আসেনা কিছুই বুদ্ধি যুক্তি !
মনটাকে যদি মেরেই ফেলি
ভাবি- হয়তো আসবে মুক্তি l


কখনো ভেবেছি উড়েই যাব-
তুমি আমি নীল আকাশে !
ধ্যাত! উড়া কি আর মুখের কথা
বলে যায় উড়ো বাতাসে l


কত গুঞ্জন ঝরে-পড়ে যায়
কিছু কানে আসে গোপনে !
আমি ও আমাতে গুন-গুন করি
জেগেও স্বপ্নে এ-মনে l


এই কি সত্যি ভালবাসা-প্রেম
নাকি- ভালোলাগা মোহ যা-তা ?
তবে কেন চোখে জল আসে
আর- হারাব ভাবলে ব্যথা ?


রচনা কাল:- ২০০৮ মার্চ