তুমি ভালবাসবে বলে -
আমি গোলাপ হতে পারবোনা !
    দুদিনেই শুকিয়ে মরবোনা l
তবু কান্না-কাটি করলে, কদম গাছ হতে পারি !
তোমার রাধা হতে বাধা নেই -
            কে হবেগো বংশিধারী ?


বন্ধু কইতে ভালই পারো-
বোঝা বইতে হলেই হারো  ,
থাকনা বারণ, শুধু তোমার কারণ
                    আমি যদি নদী হই !
তুমি ভালবাসতে ভেসেই যাবে-
   বইতে নৌকা, সেই মনের মাঝি কই ?


উড়তে ভালই বাসো, উড়াতেও পারো তুমি !
আমি আশা রাখতে আকাশ হতে পারি,
         ক্লান্ত হলে- কোথায় পাবে জমি ?


গোলক ধাঁধায় ঘোরাতে ভালই পারো-
আমি ঘুরতে... পুড়তে.... মরতে ...
         ধূমকেতু হতে পারি !
অনেক ঘুরে, আসবো যখন ফিরে
               সখী হয়ে যাবে যে বুড়ি !


নকল কাঁদতে আসল কাঁদাতে ভালই পারো
আমি অনিচ্ছাতে তোমার জন্য
                       হতেই পারি শ্রাবণ !
হবে হাসি-খুশি বান ভাসি
তখন কোথায় রাখবে তোমার পা ?
         হবে কোন জলের দেশে গাঁ !
সবাই করবে তোমায় বারণ,
আমি আমার মতো থাকি
                 শুধু এইসব তার কারণ l