মনের মেলায় ঘুরছি ফিরছি
আহা কতো ধরনের মন !
হবো মন বিশারদ বিদ্যা কোথায়
মাথা ঘুরছে যে বন-বন !


মন গুলো সব কেমন যেনো
হালকা মাঝারি ভারী !
ছোট মন নিয়ে ছুটোছুটি করে
বয়েসে বেশতো ধাড়ি l


কতো কচি মন বুড়িয়ে গেছে
অকালে পেকেছে কিছু !
চলে সবুজ মনের দর কষাকষি
যেন শীতের শুরুর লিচু l


ফাটা মন বাজে চিত্কার করে
গোটারা লাটাই গোটায় !
আছে রংহারা মন রাংতায় মোড়া
রঙিন মনেরা ছোটায় l


ওরা ডাকছে, দেখাশোনা ফ্রি-
মন লাগলে কিনুন !
এরা বোলছে, আছে আসল-নকল
কাকে বলে মন চিনুন l


টাঙানো সাজানো গোছানো বেছানো
হরেক রকম মন !
দুটো কিনলে একটা এমনি
দোকানি বলছে এমন l


কোথাও মনের গুনে মন তোলপাড়
আহা এমন সত্যি হয় !
কতো ঠেলাঠেলি কতো দামাদামি
আছে ঠকে যাবারও ভয় l


ছোট থেকে আজ বুড়ো হয়ে গেছি
মন কি পেরেছি চিনতে !
এমনি এসেছি মনের মেলায়
আসিনি ভাইরে কিনতে l



রচনা কাল :- ২০১৪ অগাস্ট