এক বুক ভরা আকাশ এনেছো
আর কি আমি চাই !
পাখি হয়ে আমি উড়বো এবার
হবে স্মৃতির আকাশে ঠাঁই l

দেরী হয়ে গেল আসতে বন্ধু
আমি ছটপট করছি !
এসেছো যখন পাশেই বসো
কোলে মাথা রেখে মরছি l

কতো বার আমি ডেকেছি তোমায়
মনে নেই আজ বন্ধু !
তোমার আশায় শ্রাবণ হয়েছি
ভরে গেছে সাত সিন্ধু l

এনেছো কিছু আমার জন্য
শেষ কোনো উপহার !
এখনো আমার গলায় ঝুলছে
ফেলে দেয়া সেই হার l

তুমি আমি হলে, হয়তো জানতে
সময় বয় না বয়ায় !
রক্তের স্রোতে হতাশা ভাসলে
না ক্ষয়ে নিজেকে ক্ষয়ায় l

আরও আগে যদি আসতে ফিরে
কতো নিঃশ্বাস ছিল বাকি !
একশো কষ্ট চাবুক মেরেছে
নিজেকে কিভাবে ঢাকি l

শেষ ভালো যার, সবটা ভালো-
জানিনা কাব্যে শুনেছি !
কেনো তোমার হাসিকে কান্না লাগছে
আমিতো মুক্তির গান শুনছি l

প্রতি মুহূর্তে লক্ষ ভেবেছি
এভাবে জীবন কেটেছে !
পৃথিবীতে এতো কাহিনী কোথায়
যতোটা মনেতে  জুটেছে ?

একটা বুকে, কি করে- এতটা ধরে
এত সুখ, এত কান্না ?
তবে কেনো তুমি ছোট মন বলে-
চলে গেলে, এলে আর না ?

হাসপাতালের বেডে শুয়ে আছি
ঠিক চিনে তুমি এসেছো !
আমার উঠোন আর মাড়াবেনা
শেষ বলা কথা রেখেছো l

কতো কি রেখেছ নিজের কাছে
শুধু , এই মন পারলেনা রাখতে !
আমি অসহায় দাঁড়িয়ে কেঁদেছি
পারলেনা ফিরে ডাকতে !

আমার আগুনে আমিই পুড়েছি
সত্যি পুড়তে পেরেছি কোই ?
আগে চলে গেলে মিটতো জ্বালা
কেনো-যে কষ্ট সই l

সব অনুরাগ অভিমান হয়ে
করলো আমার সঙ্গে বাস !
তবু কেন আজও ভাবতে পারিনা
হোক তোমার সর্বনাশ ?

কোনো বাঁধনের বাঁধন ছিলনা
তবু কিসের কারণে বন্দী !
কাছের থেকে দুরে চলে গেছ
মন মারলো মনের সন্ধি l

তোমার সিঁদুরে আজও সেজে যাই
সোহাগ না পাওয়া সতী !
তুমি চিরদিন শান্তিতে থেকো
হোকনা আমার ক্ষতি l

এক সমুদ্র ভরা আগুন দিয়েছ
তবু চোখে কেনো ঝরে জল !
ভালো চাইলে বুঝি মন্দ হাসে
কেমন- পোড়া কপালের ছল l

আমি চলে গেলে ভুলে যেও
বলে যাওয়া সব কথা !
সব ব্যথা নিয়ে বিদায় নেবো
তুমি জ্বেলে দিও চিতা l



রচনা কাল :- ২০১৩ এপ্রিল