ইশ্বর- তুমি কি কখনো মর্ত্যে ছিলে ?
হয়ে হাড় হা-ভাতে বা বেকার ছেলে ?
কখনো কি কথা বন্ধ ছিল, অক্ষমতার চাপে !
তুমি কি কখনো শাস্তি পেয়েছ অন্য কারো পাপে ?
মাত্র একটা, তবু সেই প্রেম হারিয়ে-
পথ ভুলে পথে, ছিলে কি কখনো দাঁড়িয়ে ?
ক্ষীর ননী নয় দুধ-ভাত নয়, ফ্যান-ভাতে অনটন !
বাঁচার জন্য বঞ্চনা, রক্তে কি ছিল রণ ?


দৈবের কোনো দয়াই ছিলনা সাথে !
তবুও কি তুমি বাড়িয়েছো হাত, আর্ত জনের হাতে ?
পরের ঘরে বাসন মেজে মায়ের দিন কাটে !
অর্থহীন শূন্য ঝোলা, একদিনও কি ঘুরে ছিলে হাটে !
ধ্বশে  যাওয়া খনীর ভিতর- পচছে ছোট ভাই !
ভাঙ্গা বুকে বলেছ নাকি- "স্যার একটু খবর চাই !"
তুমি রাজনীতির রাহাজানিতে হয়েছ কি লুন্ঠন !
শিক্ষা দেয়নি কর্ম, তবু ঘুরছো কি বন-বন ?


ওগো প্রেমের প্রতিমা পাষাণ হয়েছে নাকি !
দয়া নিয়ে সব দানব সেজে, দিয়েছে কিগো ফাঁকি ?
ভেবেছ কি মানুষ হয়েও মানুষ থাকা দায়
জানো জীবনের কি জ্যোতি, তবুও কি মৃতপ্রায় !
কখনো ঝড়, বন্যা, বৃষ্টি, খরার মাঝে-
দেখেছ নাকি স্বপ্ন মরেছে- অপূর্ণতার সাজে ?


যদি এসব জানো, তবেই- দীনকে জানবে দীননাথ !
না হলে অযথা কেনো ওঠাও, আশির্বাদী হাত ?