এই- বিশ্ব জগৎ কর্মশালা
আছে অনেক কারিগর !
এমন কিছু কর্মী চাই-
যারা কর্মে হোনহার l


কাটা ফাটা মন আজ
অনেক করেছি জড়ো !
দর্জি, তুমি ছুঁচ সুতোতে -
এসব যত্নে জোড়ো l


মনের মধ্যে মেঘের স্তনন
চোখের বাঁধে ফাটল !
শ্রমিক, তোমার সুকর্মে করো-
ধ্বংস রোধ আজ অটল l


হিংসার আগুন ছারখার করে,
পুড়ে যায় দেহ প্রাণ !
কৃষক তুমি জল দাও, আর-
গাও বাদলের গান l


মেরুদন্ড ভেঙ্গে গেছে আজ
অযথা গ্লানি ও ফাঁপরে !
কামার তুমি শক্ত করো-
পিটিয়ে পুড়িয়ে হাপরে l


সোজা মাথা হেঁট হয়ে যায়
নুয়ে যায় কতো দলনে !
রাজমিস্ত্রী, তুমি মন্ত্র বলে-
সীমারেখা দাও ওলনে l


হৃদয় হীরা চাপা পড়ে যায়
কয়লা কঠিন কালিমায় !
খনির শ্রমিক খুঁজতেই হবে
জাগাতে হবে গরিমায় l


কুশিক্ষা দেয় অন্ধ দীক্ষা,
বলে- হিংসায় মন ঢাকতে !
শিক্ষক তুমি শিক্ষার বলে
শেখাও- সনাতন পথে চলতে l



রচনা কাল :- ২০০৭ এপ্রিল