তুমি সামনে দাঁড়িয়ে প্রেম ছড়িয়ে
হাসছো তো বেশ মিষ্টি !
দুহাত বাড়িয়ে ডাকছো কাকে ?
ভাবছো, হোক এক পশলা বৃষ্টি !


আঁচল উড়ছে খোলা চুলও উড়ছে
ওড়ায় অসভ্য বদ হওয়ায় !
আমি কাছে আছি, তাই ঠিক আছে-
পাগল করা, তোমাকেই ভালো মানায় l


পিছনে সাগর দিগন্তে মেশে, তার-
কি গভীর নীল জল !
তুমি পাঁচ ফুট তিন ইঞ্চি, তবু -
তোমার, পাইনা মনের তল l


রাগ হলে বুঝি পৃথিবী পুড়বে
দেখি, চারিদিক ভরা আগুন !
সুধু ওই উত্তাপে এই পাগল পোড়ে
দেখো, চারিদিকে চেয়ে ফাল্গুন l


তুমি কাঁদলে কেনো মেঘলা লাগে
এখন কাটফাটা রোদ্দুর !
পাশে বসে, পাশ ফিরলেই ভাবি -
চলে গেলে কতোদূর l


ভাবি, দুবছরে কতো কি দিয়েছি-
পেয়েছি মুখ-ঝামটা চুম !
দুই, প্যাঁচা পেঁচি রাত কেটে যায়
প্রেম চুরি করেছে ঘুম l


ওরে- পাগল ছাড়া প্রেম করে কেউ,
চলে অবিরাম প্রেমালাপ !
মা ডাকলে সময় কোথায়? ব্যস্ত আছি-
শুনি, তোমার পাঁচশো প্রলাপ l


তাই, সব ছেড়ে এসো সাধারণ হয়ে-
জানি, তুমি অল্প মেধার ছাত্রী !  
আজকে দুজনে চেনা-অচেনা হবো
বাড়িতে খুঁজছে ঘরোয়া পাত্রী l



রচনা কাল:-  ২০১৪ সেপ্টেম্বর