আমার আলোকে আমার আঁধার
      আড়ালে বেসেছে ভালো !


আলোর উপমা, আলো খুঁজে গেলে !
মিথ্যে মায়ায় ফাঁদে-  কি সত্যি পেলে !
নীরব না থেকে আজ হৃদয় থেকে
      এই আঁধারেই কিছু বলো l
আমার আলোকে আমার আঁধার
      আড়ালে বেসেছে ভালো l


আলোর সাথে- করে, আঁধার প্রণয় !
প্রকৃত প্রাণের , এ- নয় অভিনয় l
কি হবে এদের শেষ পরিণতি !
হয়, ঘুমের শেষে সব স্বপ্নের ইতি l
তবু আলোর বুকে আলোর আঁধার
      আছে আঁধারেরও বুকে আলো-
আমার আলোকে আমার আঁধার !
      আড়ালে বেসেছে ভালো l


থাকে আশা-নিরাশা এই মনের মাঝে
প্রাণ প্রেমকে সাজায় শুধু নিজের সাজে !
কোন অভিলাষ হবে সর্বগ্রাসী
মন কি মানে সে যে সর্বনাশী !
বলে হোক মিলন মেলা বা মরণ খেলা
      তুমি- পারো তো প্রদীপ জ্বালো !
আমার আলোকে আমার আঁধার
       আড়ালে বেসেছে ভালো l