তুই মারা যাবি আমার হাতে-
ঠিক হয়ে যাবি খুন !
বহু বার তোকে বারণ করেছি-
তবু, কেন করিস গুন-গুন ?


তুই কিছু না, খাঁটি মিথ্যে মায়া -
ফুটের ধারের ড্রেন !
পড়ে গিয়ে, কেনো তোকেই ভাবি
আসবি হয়ে ক্রেন ?


তুই সুন্দরী পরী, দারুন মিষ্টি -
বাড়াস রক্তে চিনি !
জীবনের সাজে মৃত্যু বেচিস
আমি তোকে ঠিক চিনি l


পথের মাঝে দিশা হয়ে যাস
তোর কি বাহারি গুণ !
হাত ছেড়ে দিয়ে পথেই হারাস
ঠিক হয়ে যাবি খুন l


আমার খরার বুকে, তুই বর্ষা -
তুই মাঠের সবুজ ধান !
যখোন- ওই পিরিতে মন মজলো,
হোস ফসল ডোবানো বান l


তুই কিরে তুই, নিজে জানিস-
কোনটা আসল রূপ !
কেন শতরূপে হেসেই মরিস
আবার থাকিস কেঁদে চুপ l


তুই সব মনের-ই জ্যান্ত শক্তি
আবার দুর্বলতর ঘুম !
তুই সর্বনাশী, শুধু মিথ্যে মায়া-
ঠিক হয়ে যাবি খুন l