সময়ের বুকে, অবাধ সুখে-
যাতায়াত যদি যেত !
অসৎ এর জয় অভাগার ভয়-
সত্যি সমতা পেত l


জগৎ জুড়ে জ্যান্ত সুরে-
হাজার রঙের মেলা !
চমক দিয়েই শূন্য পথেই -
দেখিয়ে দিতাম খেলা l


এই, ইতিহাসের এত দীর্ঘশ্বাস-
অনেক যেত ঘুচে !
শয়তান গুলো, স্বর্ণাক্ষর থেকে -
সত্যি যেত মুছে l


মীরজাফর বেইমান বদ বিশ্বাসঘাতক  
তবু , স্বাধীনতা বেচার আগে !
বাংলা থেকেই বিলীন হত -
এই, দেশ দরদীর রাগে l


লুটে ভারত ভান্ডার, ওই আলেকজেন্ডার-
সেদিন ফেরার পথে !
মুখে উদ্ধত হাসি বুকে ভয়ের রাশি-
লম্বা বর্শা হাতে !


সামান্য জ্বরে, সেদিন বেঘোরে-
কখনো মরতো না !
খাইয়ে ক্যালপল, পরালে শৃঙ্খল
বিজয়ী ফিরতো না l


নাদির শাহ, করে- কবরগাহ
বইয়ে রুধির নদী !
হেসে বার-বার, পরেছে জয়হার-
হতো না, আমি হতাম  যদি l


তৈমুর লঙ্গ, চিরকালের ব্যঙ্গ -
অকাল ঘটিয়ে যায় !
এই বাহুবলে, যেতো দু'পা চলে-
যেন শুধু ভিক্ষা চায় l


ওই জালিওনাবাগ জিগরের দাগ-
আজও মেটাতে চাই !
হাতে মেশিনগান নিতে ফিরিঙ্গির জান
ছুটছি পিছনে তাই l


স্বাধীন নবাব নেই জবাব-
সিরাজ দৌল্লা বীর !
তাঁর ইন্তকালে, আমি সেখানে হলে-
হতো না জীবন স্থির l


যারা দেশকে ভাঙলো, ধর্মের নামে -
ওরা অমানুষ ছিল সবাই !
বলতাম- একমাটির সন্তান আমরা ভাই
নাশুনলে, হতো জবাই l


সবই বোঝ তাই বোঝা খোঁজ -
এটাই দেশপ্রেমিকের দাবি !
অতীতের কান্না, বলছে থাক না -
দেখো, বর্তমানেও একই ছবি l



রচনা কাল ২০০১ অগাস্