ভেবেছ বলেই ভাবনাগুলো
ভাব পেয়েছে আজ !
অভাব ছিল উদ্যমের, আজ -
মন পেয়েছে কাজ l


ভেবেছ বলেই ভাবনাগুলো
ভীষণ ভাবে জ্যান্ত l
এই অনুভবেরা ভাবের অনুতে
খুঁজেছে আদি ও অন্ত l


কিভাবে ভেবেছ, কতোটা ভেবেছ
ভাবতে চাইনা আমি !
ভেবেছ বলেই ভাবনারা সব
আজকে অনেক দামী l


ভাবের মাঝে কতো ভাবের বাসা
সাদা-কালোর মেলা !
এভাবে ভাবের স্বভাব সাজায়
চলে ভাব-ভাব খেলা !


ভাবলে নিজের মনে ভাব আসে
ভালোবেসে হাসে শক্তি !
ভাবনার মাঝে মননের বাস
মননেই মেলে মুক্তি l


আমি ভাবছি আমার মতো
তুমি ভাবছ ভিন্ন !
ওরা ভাবছে ওদের ভাবনা
বদের ভাবনা বন্য l


সবাই এভাবে নিজের ভাবেই -
ভাবে, নিজের নিয়মে ভাবনা !
মন সঠিক ভাবলে ভাবনারা সোনা
দূর হয় দুর্ভাবনার কান্না l