ভালবাসি স্বপ্ন নিয়ে থাকতে
ভালবাসি বিবর্ণ ছবিটাকে, মনের রঙেতে রাঙাতে l
দেখা মেলে না মেলে, চোখ মেলে বসে থাকা !
নীরব আহ্বানে বার বার তাকে ডাকা l
যদি মরুর বুকে ফোটে মাধবী লতা !
অদৃষ্ট অলসতায় বলে- এ কী কথা ?
ভালবাসি অচল দুঃখ্য স্নেহের স্পর্শে ভোলাতে l
ভালোবাসি স্বপ্ন নিয়ে থাকতে l


যখন ভাঙ্গনের খেলা চলে
মহাবর্তে সব যায় রসাতলে
সাগর তীরে বালির প্রাসাদ গড়া
অস্বস্তিতে অট্টালিকা অপমানে যায় মারা !
তখন ঝড়ের বুকে বুক চিতিয়ে দাঁড়াই
দুর্যোগের দুঃস্বপ্ন দু'হাত দিয়ে তাড়াই
ভালোবাসি শেষের থেকে গড়তে !
ভালবাসি স্বপ্ন নিয়ে থাকতে ...


সময়ের শেষ ক্ষনে অসংখ্য তীব্র  সংগ্রাম
ওড়ে কান্না হাসি ঝরে রক্ত ঘাম
ভালো গুলোই আমার হবে এমন ছিলনা আর্তি !
দিনে যতই দৃপ্তি থাক জানি আঁধার আনবে রাত্রি l
দেনা পাওনারা  হিসাবহীন নেই মন্দ অভিসন্ধি !
নিঃস্বার্থ স্বার্থ খোজে হোক ভালবাসা বন্দী l
ভালবাসি (মন) হারা লড়াই জিততে
ভালবাসি স্বপ্ন নিয়ে থাকতে ....