আমি অতি সাধারণ সামান্য জন
তাই, দিবা স্বপ্নের দীপ জ্বালিনা !
তোমাকে শুধুই তুমি বলে জানি
কোনো অলীক আশাতে আঁকিনা l


সবার মাঝে সহজ বেশে বধু
মানবী হয়েই থাকো !
সমাজে ভাবনা বিলাস ভালো না
নিজেকে সামলে রেখো l


যদি হাসি হয় মোতি, কী হবে গতি -
কী হবে মুক্ত মালা !
ওই হার নিতে প্রেম দিতে প্রিয়ে
আমি বেচেছি বিয়ের থালা l


আজ বাক্যে সুরেলা সেতার বৃথা
ওগো- একটু বারুদ চাই !
আমার প্রতিবেশীদের মুখে বিষ বেশি
হারলে হবেনা ঠাঁই l


কোমল চরণে আজ জীবনের রণে  
কোনো মোহিনী মন্ত্র নয় !
সবাই করবে ব্যঙ্গ দেখেই রঙ্গ
আর, তোমাকে তাড়াবে ভয় l


চোখেতে সাগর সাজালে ভাসালে
কপট চাইবে জল !
আমি ছলে কৌশলে রাখব কুশলে
এই বাহুতে নেই সে বল l


রূপের কাজলে মায়াবী ইশারা হলে
হবে হাজারের ভালো !
আমার সুনাম হবে হেসে বদনাম
হবে চাঁদ মুখ চির কালো l


আলুথালু শাড়ি শক্ত করে বেঁধে
অলসতা দূর করো !
খেয়ালী খেলায় চুলের আঁচড় থাক
আজ কাস্তে কোদাল ধরো l


কাজের মধ্যে কবির ছন্দ সুর
এখন থাক না বনিতা !
এই কর্ম যখন শেষ হবে সুজনা
তখন দুজনে লিখবো কবিতা l