স্বপ্ন গুলো খামে ভরে
কবিই পারে বেচতে !
চোখের জলে সাগর হলে
কবি পারে মুছতে l


আধখানা প্রেম গোপন হাসি
কবিই পারে বুঝতে !
কোথায় মনমরাদের মন হারালো
কবি জানে খুঁজতে l


বোবা বুকের না বলা কথা
কতো গভীর অভিমান !
কবিই পারে জানতে এসব
করে সঠিক অনুমান l


কেন অকালে ফুল ঝরে গেল
পেয়েও মন কাঁদে !
সোনায় সাজানো ভালবাসা কেন
স্বপ্নে কুঠির বাঁধে !


হয় সুখের বাতাসে কান্নার মেঘ
বেশি বেদনায় বান !
কেন প্রনয় পাল্টে আগুন হলে
পুড়েও পোড়ায়  প্রাণ !


এই সবই পারে বুঝতে কবি
শোনায় জ্ঞানের বাণী !
হৃদয় দিয়ে দুনিয়া দেখে তাই
ধন্য তার ধ্বনি l

অনেক কিছু পারে কবি
সত্যিই যেটা শক্ত !
আসলে কবি মিথ্যার যম
সত্যের চির ভক্ত l