স্বপ্ন গুলো বিক্রি কোরোনা
অল্প কোনো দামে !
সফল করো সাধ্য মতো
ঝরিয়ে রক্ত ঘামে l


কাঁচের মতো ক্ষন ভঙ্গুর
অনেক বেশি পলকা !
ভূমির মতো ভীষণ ভারী
পালক সম হালকা l


ঘর বাঁধার ইচ্ছে হলে
শক্ত চাই ভিত !
চোরা বালির চোরা স্রোতে
পোড়া কপালের জিত l


প্রেমের প্রেয়সী স্বপ্নে হাসে
সত্যি হাসি নয়তো !
দরদী দিল দায়িত্ব  বোধ
কম পড়লেই ভয়তো l


স্বপ্ন সোপানে চড়েই বিশাল
আকাশ সমান শির !
লাগে রণাঙ্গনের রঙ্গ বড়ো
গোপনে পিছনে তির l


তবু স্বপ্ন নাহলে জীবন বৃথা
তালহারা আর রঙহীন !
সত্যি হলে সূর্য জ্বলে
সব ভাবেতেই রঙিন l