যার প্রীতি এতো করলো ক্ষতি
সেইতো আমার হয়নি l
আমার মাঝে যে গেল মজে
সে সত্যি কিছু কয়নি l


এই বলা না বলা দহনে জ্বলা
মন মরবেই চিরকাল l
কারো পছন্দ কারো লাগবে মন্দ
থাকে টক-মিষ্টি ও ঝাল l


হলে শুধু স্বেচ্ছায় এক ইচ্ছায়
বাজবে বুকের বীণা l
না হলে মধু হারাবে জাদু
করবে কষ্ট মানা l


মানিয়ে গুছিয়ে স্বভাবে সাজিয়ে
নিজের নিয়মে বাঁধা l
যন্ত্রণা বেড়ে গেলে বাঁধন কেটে
হবে নিঃসঙ্গই কাঁদা l


তুমি ভালো থেকো তোমরাও থেকো
বলবে মিষ্টি হেসে l
এই পলকা স্মৃতি হবে পলকে ইতি
যাবেই বাতাসে ভেসে l


হৃদয়ের সব স্বপ্ন হয় না পূর্ণ
হয় না মনের মিতা l
গোপন শ্মশানে ছাই হয় মনে
জ্বালেনা সত্যি চিতা l


তাই কিছু আশা হবেই হতাশা
হবে চেতনার দীক্ষা  l
জ্ঞানের অর্থ আনবে পরমার্থ
শেখাবে জীবন শিক্ষা l