যদি ভালবাসতে
কাছে ডাকতে,
ডাকা হত শুধু কাজ l
আঁচলে কাজলে
নূপুরে না হলে
সখী হতেই রেগে বাজ l


যদি ভালবাসতে
তাহলে উড়তে
ওড়া হত মন উড়িয়ে l
হৃদয় উড়তো
হতাশা উড়তো
হতে মনপাখি মন জড়িয়ে l


যদি ভালবাসতে
তাহলে ভাসতে
স্রোতে ভেসে যেতে ভালোবেসে l
স্বপ্ন ভাসতে  
সঙ্গে ভাসাতে
মোহনায় মিলতে মধুর হেসে l


যদি ভালবাসতে
ঘরে আসতে
সেই আসা হত আশা নিয়ে l
এই জীবন ভরতো
ব্যথারা সারতো
বাসা বাঁধা হত প্রাণ দিয়ে l


যদি ভালবাসতে
ভালো জানতে
জানতে আমার সবকিছু ষোলআনা l
সব মন্দ জানতে
কেন মুগ্ধ জানতে
জানতে কেন রাতকানা দিনকানা l


যদি ভালবাসতে
সত্যি পুড়তে
হতে পুড়ে পুড়িয়েই খাঁটি সোনা l
প্রেমের বন্ধন
কামনা ইন্ধন
হতো আত্মার চিরজানা চিরশোনা l


যদি ভালবাসতে
তবে মরতে
হতে মনে মরে মনমরা l
মরে শত বার
(হই) জ্যান্ত আবার
মৃত্যুর পরে দুজনেই ধ্রুবতারা l