কবিতার আসরে কবিতা দেওয়া
বা ফেস-বুকেতে ছবি l
শুধু মন্তব্যের প্রতীক্ষাতে অপেক্ষা
করা যায় কি দাবি l


প্রেম কি আর জোর করে হয়
না কি কবিতা কাব্য !
যা লিখি জানি না কবিতা নাকি
তবু পাই মিষ্টি মন্তব্য l


এখানে কতো কবির কতো কবিতা
অনুভবের আল্পনাতে ভরা l
সময় পেলেই মনদিয়ে সব পড়ি
শুধু সময়ের থাকে তাড়া l


দেখি কাব্যের বাগে সবাই ফুল
সত্যি সবাই সুদ্ধ সুজন l
তাই সুযোগ পেলেই আসরে আসি
করি কলোরব আর কূজন l


যেন নীল আকাশের সীমাহীন ডাক
পাখি হয়ে পারি উড়তে l
(মাঝে) থাক কাঁটা-তারের ব্যথার বেড়া
মন তো পারি জুড়তে l


কবি জানি কোনদিন দেখা হবে না  
আসরে প্রতিদিন কথা হবে l
এই গোল পৃথিবীর আমরা পাগল
শুধু কবিতা পাঠক পাবে  l