তোমায় তর্ক ছাড়া অর্ক বলতে পারি !
দিন-ক্ষয়ে নিত্য ক্ষয়ে জ্বলছো ভারী l
কিন্তু, নিশিকান্ত এই কান্ত কেই -
আগে জানতে হবে, তুমি মানতেই l
তবে বলবো- তুমি জ্বলছ বিবস্বান l    
আর দেখবে,আমিও ভরাতে পারি আসমান l


তখন তোমায়- তর্ক ছাড়া অর্ক বলতে পারি l
দিন-ক্ষয়ে নিত্য ক্ষয়ে জ্বলছো ভারী l


পারি নির্দিধায় শত বাধায় প্রেমের প্রতিমা বলতে l
প্রেমের পান্থ প্রেম কান্ত, আমাকেও হবে বলতে l
যদি ওই সুন্দর স্বরূপের মূর্তি হও !
তবে ভক্তের মাঝে শক্ত হও l
সব আরতী করে বিরতি হবে আমার মন্ত্রেই গলতে !
শেখো সর্ব-ক্ষণে এই দু'মণে প্রদীপ হয়ে জ্বলতে l


পারি নির্দিধায় শত বাধায় প্রেমের প্রতিমা বলতে l
প্রেমের পান্থ প্রেম কান্ত, আমাকেও হবে বলতে l