হেরে যেওনা অন্ধ ভাবে
যদিও পৃথিবীর পথে সবই সমান পাবে l
ভালবাসা যদি ঘৃনা হয়ে যায় সংঘাত অনিবার্য l
সত্য জেতে মিথ্যা হারে সেটা নয় শিরোধার্য l
শুধু মত-অমতেই যত মতভেদ l
মন মেলেনি তাই শিরচ্ছেদ !


কী ভাবে মানছো অভাবী স্বভাবে ?
ব্যক্তিত্ব বিক্রি করেছ মূর্খের কূ-প্রভাবে l
জটিলতার ভুল রসায়নে ভেবনা সবাই ম্লেচ্ছ l
অনুভবের অনুবীক্ষণে দৃষ্টি ছিলনা স্বচ্ছ l
মানবতার মহান মন্ত্র চোখের জলে ভাসে l
উদারতা উল্মাদ হয়ে তোমার হাসিতে হাসে l


সব ফেলে আজ, একবার নিজেকে দেখো l
পরের রক্তে কেনো শান্তির বার্তা লেখো ?


শেষ থেকে তাই শুরু করো আজ
শুদ্ধ জ্ঞানে, সময়ের সাথে কোনো শুভ কাজ l
পড়ে আছে জগতে কতো যন্ত্রণার বোঝা
প্রয়োজন আছে এখনই খোঁজা l
অবহেলায় অনাদরে সতত যাচ্ছে মারা l
বুকে ধরে- রক্ত নয়, ঝরাও স্নেহের ধারা l