তুমি অনেক দুর থেকে
গ্রহ নক্ষত্র পার করে চোখের আলো যেখানে অন্ধ
সেই অন্ধকারে আমাকে একটু ভালবাসা দিও-
না... না... হৃদয় চিরে নয় স্নিগ্ধ হাসিতে ভুলিয়ে l
মৌখিক শান্তনাতেই শান্তি পাবো ..........


অনন্তের আকাঙ্খা নিয়ে নির্বাক প্রতিক্ষার অবসান চাই,
না হলে ........
জানি প্রকাশ্যে দুজনে পাশাপাশি দাঁড়াতেই পারবনা
তুমি ডাকবে, আমি শুনতেই পাবোনা
আলোকবর্ষ অতিক্রম করে মন ক্লান্ত,
খুঁজে পাচ্ছি না কেন .....?
(যদিও) অনেক দেরী হয়ে গেছে তাই ....


সবুজের সতেজতা হারাচ্ছে
শেষ বাজারের বাছ-পড়া আনাজের মতো
মনটা দরকচে গেছে .....
জল ছিটিয়ে আর কাজ হবেনা l
অল্প অশ্রু সম্বল বাকি পথে
আমিও কাঁচা ছিলাম-
অনেক দেরী হয়ে গেল তাই ........


আর একবার কী ধরা যায়না হাতটা ?
অমানুষিক চেতনার জোরে !
না.... না.... আমার নয়, যে ফুল ছিঁড়ে ছিলো  
ছেঁড়ার আগে যদি তার জিভটা  ..
অনেক দেরী হয়ে গেল তাই ..
             না হলে কাহিনী অন্য হত l