আসলে কেউ জানবে না ....
মননশীল মনের গভীরে, কতো-
অসহায় কান্নার আল্পনা আছে আঁকা l
সব চাপা পরে যায় সামাজিক সাজানো নকল হাসিতে ..........


যন্ত্রণা ভরা হৃদয় হাহাকার করে বন্ধক হয়ে যাবে
কপট খুশির অলাত চক্রে .....
কে আছে পবন পুত্র ?
যে ব্রম্ভচারী বুক ছিঁড়ে দেখাবে প্রকৃত সত্যি !


মাঝে মাঝে মনে হয় মেরুদন্ডটা বুঝি বেইমান
ভয়ানক সংকটে
           হাত গুলো পা হয়ে যায় ........
লেজ নেড়ে ভক্তির প্রদর্শন, পাথরের কাছে
আমিত্বের অহমিকা গোপনে অন্তর কে বলে -
চারপেয়ে হবেই যখন, পশুরাজ হচ্ছ না কেন ?
খুবলে খেয়ে নাও পাষন্ডের পাশবিক কলিজা l
স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে সরে যায় .......


তারা শুনেছিল আর্তনাদ দূর থেকে
পাশে বসে দেয়নি ক্ষততে মলম l
শুধু আকাশ বাতাস ভরা সান্তনা বলে যায় হাস প্রাণ খুলে .......


ওরা কেউ জানবে না
মৃতের পাশে শ্মশানে হাসিরা কান্না হয়ে যায় ..........