মোহিনী হাসির মায়াবী ছোঁয়ায়
এ-মন করেছো জয় l
খেয়ালী ভাবুক চপলা পাগলি
তোমায় নিয়েই ভয় l


স্নিগ্ধ হওয়ার সোহাগী সোহাগ
পলকে সাজো ঝড় l
শান্ত স্রোতেরা প্লাবন সাজে
(আমার) ভাঙ্গন বাঁধে ঘর l


আবার পাকা-পোক্ত পায়ের জমি
স্নেহের বাঁধন শক্ত l
চোখের কাজলে বিজলী জ্বালাও
আতঙ্কে হই ভক্ত l


প্রতিক্ষণে প্রিয়া রঙ বদলাও
হিসাব হারিয়ে যায় l
অভিমানী প্রাণ মেঘলা হলে
অনুরাগ ফিরে চায় l


এই ভালো মন্দের চির দন্ধে
জীবন জড়িয়ে চলে l
মরু-হৃদয় ভেবেছি যখন
ভালবেসেছি অশ্রু বলে l