আজকের অন্ধ ব্যথা
কাল শোনাবে কথা
তখন সত্যি জানবে তুমি l
কোনো হারা নয়
দিয়ে গেছি জয়
শুধু সময়েই সব দামী l


বাতাসের বুকে চলা
গল্পেই কথা বলা
আজ আবেগ বলবে সত্যি l
পরে পরম জানবে
ভুলের মহল ভাঙবে
তখন তাকাবে অকাজে মুক্তি l


আজ জ্বালাও বাজ
অনেক বাকি কাজ
আমায় অমতেই হবে ভাসতে l
যেদিন মুখরা ভাষা
শিখবে হৃদয়ে হাসা
বলবে- ভালো হত যদি থাকতে l


আজ নির্বোধের জ্ঞান
পরে পোড়াবেই প্রাণ
(হায়রে) আর উপায় থাকবে না l
এই বেলা বোঝো সাথী
নাহলে এখানেই হোক ইতি
(জানি) হাজার বোঝালে এখন বুঝবে না l