বন্ধু তুমি যাকে আল্লাহ বলো
আমি তাঁকেই বলি ঈশ্বর l
পৃথিবীর বুকে আমরা অতিথি
এই শরীর সত্যি নশ্বর l


কর্মের শেষে সবাই পালাবো
শুধু সুনাম থাকবে পড়ে l
তুমি মাটির বুকেই বিলীন হবে
আমি ছাই হয়ে যাব উড়ে l


ওই আযানের ধ্বনী সূমধুর বাজে
শুনে আমিও ধন্য হই l
দেখো প্রেমের বাঁশরী কৃষ্ণ বাজায়
তোমারও শুনতে মানা কই l


তোমার দেওয়া পানি খেয়ে ভাই  
আমার জলতেষ্টা মিটেছে l
এই তোমার-আমার এতো ভালবাসা
চিরকাল ধর্ম-ব্যাপারী লুটেছে l


আছে যত প্রাণ বিশ্বের মাঝে
তার সৃষ্টিকর্তা একজন l
হোক পাঁচ নামের পাঁচ সন্তান
ঘর ভাঙ্গে কী হলে সুজন ?


আমি সাধু সজ্জন হতেই পারি
তুমিও পাবে অর্ঘ্য l
তুমি যেই জান্নাত স্বপ্নে আঁকো
সেইতো আমার স্বর্গ l


ভাবো চোখে তোমার লবন-পানি
আমারও অশ্রু নোনতা l
চিরদিন এই রক্তের রঙ একই ছিল
এসো এক করে নেই মনটা l