এতো সহজে জানবে আমায়
আমি কি একেতে বন্দী !
আমার আমি তোমার আমি
অনেক আমিতে সন্ধি l


যদি চিনে যাও ইচ্ছা হারাবে
হারাবে জেতার ইচ্ছা l
হেরে যাওয়া মন হারিয়েই যাবে
হাসবে কলির কেচ্ছা l


এই বুকের মাঝে শত হাহাকার
কতো আসল-নকল ভনিতা !
সব চেতনা দিয়ে আলাদা করি
তুমি ভাবছ ফালতু কবিতা ?


ভাত ফুটিয়ে নিজেও ফোটো
চেতনা ফুটলে হত !
গভীরে গোপনে আমি জ্বলে যাই
জানো কী মনের ক্ষত ?


দু'মুঠো চাল দুই বেলা খাই
তুমি আমি সুখে-দুঃখে l
অন্তরে কতো অনাহারী কাঁদে
কি ভাবে ওঠাই মুখে ?


আছে একশো আমি আমার মাঝে
তোমার কোন আমিকে চাই !
অনুভবে প্রিয়া অনেক হলেই
পাবে সব আমিতেই ঠাঁই l