সূর্য তোমায় চেনে না প্রিয়া
চিনলে ডুবতো পূর্বেই !
চিনে চিরকাল চক্কর খাই
আমিত্ব ভুলেছি গর্বেই !


চাঁদ জানে না ভূমির চাঁদকে
জানলে জোছনা ভুলতো !
তোমার সঙ্গে সোহাগ করে
দুজনে সেলফি তুলতো !


বাতাস বেয়াড়া বড়ই মূর্খ
জানে না আদর করতে !
তুমি কি জিনিস জানত যদি
শিখতো হুকুমে চলতে l


আকাশ জানলে তোমার ইচ্ছা
কতো কেচ্ছাই হত !
হত কালবৈশাখী ভরা শরতে
শীতে গরমের ক্ষত !


তোমার হাসিতে ফুলেরা ফুটতো
ঝরতো তোমার রাগে !
রাতের স্বপ্ন কতো কি শোনাতো
তোমার ঘুমের আগে l


কি করে বোঝাই তুমি কি বোঝা
কখনো হালকা ভারী !
লড়াই ফেলেই লড়াইয়ে ফেরো
আমি যুদ্ধ জিতেও হারি !!