ওই আসছে; দূর থেকে ডাকছে শেষের বেলা ,
চলে যাবই, ইচ্ছাতে বা অনিচ্ছায় করে হেলাফেলা l
চির বঞ্চিত মন পাওনা বুঝতে চাইছে !
তাই তন্দ্রা নিয়েও পাষানের বোঝা বইছে l
সে শুনেছিল কখনো জীবনের গান ,
মায়াবী মধুতে রাঙ্গানো অমৃত প্রাণ l


আজ অন্তিম আবেগ ছট-পট করে যায়,
তাইতো আধমরা মন কাঙালী নজরে চায় l


মরুমন বুঝি পুড়ে পুড়েই মরবে
জানি যন্ত্রণা শেষে অশ্রু শ্রাবনে শেষ ভিজবে !
হায় বিচিত্র বিধির মহান বিধাতা !
অসংখ্য দৈন্যতা রেখেও কী ভাবে সেজেছে দাতা ?


সমজ্ঞানী কি হিসাব করছো কালান্তে  !
অশ্রু অল্প; দেখি সমুদ্র লুন্ঠন হলো অজান্তে !!
কিছু উদ্যম অর্বাচীন বলে
ভাবে লাফিয়ে খুঁড়িয়ে সুখের রাজ্যে যাবে চলে !
অবুঝ অনেক বাধা পেয়ে হবে ক্লান্ত,
বলবে- কাউকে ভয় পাই না মৃত্যু আনলে আনতো l