শেষ খেয়া গেছে ফিরে
শূণ্য বাজার; আগে ভরা ছিল ভিড়ে ভিড়ে l
এখন কেন আত্মদহন আর হাহাকার !
তখনো তো ছিল বাঁচার চিত্কার !
আমরা মনে মনে মনের মতই চেয়েছি
জীবন জুয়া, তাই অনেক বা সামান্য পেয়েছি l
অর্থের অনর্থ অহংকার ও সুনামের সাবাসি
নিজের নামের পূজা আমরা যে বড় ভালবাসি l
যদিও জানি এই শরীর অবিনাশ নয়
তবুতো নামের অকাল মরণে মৃত্যু তুল্য ভয় !
কিছু সময় সামর্থ্য যখন শূণ্য -
গোপনে অক্ষমতার নীরব কান্না হয় না গণ্য l


কি জমা জানিনা, তবু পুন্যের পাওনা করি দান l
জানি জীবন থাকলেই হবে জীবনের জয়গান l