মাঝ রাতে ভাবি
গাছ-পালা  ঘর বাড়ি দিগন্ত l
সবাই নির্বাক ছবি
সবাই গভীর ঘুমে ঘুমন্ত l


একা আছি জেগে
করে চলি জীবনের সমীক্ষা l
স্বপ্ন দু'চোখে লেগে
জীবন ভর জীবনের প্রতিক্ষা l


এই নিদ্রামগ্ন সংসার
দেখছে সুখস্বপ্ন হয়ত মনের মত
আমার ভাবনা অসার
জাগা প্রশ্নরা করে যায় ক্ষত l


মনের দোসর নয়
সবাই কিভাবে সঙ্গে চলছে !
ভাঙ্গতে গেলেই ভয়
তবু বিভেদের কথা বলছে !


তুমিই আমার জয়
কেউ হেসে বলেছিল বহু বার l
সেই সাজলো ক্ষয়
পাওয়ার হাসি পেল না একবার l


সবার মাঝেই আছে
আসলে কোথায় প্রকৃত জীবন ?
সবাই এভাবে বাঁচে
রোজ মরে মরে শেষে মরণ l