গোপন যন্ত্রণার আসল কান্না গুলোকে
সাবধানে আড়াল করাই সভ্যতা l
অসভ্য আমি কষ্টেই করি গাহন  
বেয়াদব সময় থমকে দাঁড়িয়ে হাসে .......
হাসে; আমার না হওয়া খুশিরা !
নির্বাক আমি আধমরা থেকে আস্তে আস্তে
মর্মর হয়ে যাই ......


কুমিরের অশ্রু নিয়ে হাহুতাশ কোরো না -
কৃতক হৃদয়
আমার আজ কাল আর ব্যথা লাগে না
আজ কাল বড় মেকি লাগে, বড় -
ফাঁকি লাগে সমবেদনার সাজানো শব্দ কে
ওরা আমাকে ভাঙ্গতে চায়
আর আমি অসহায় দীর্ঘশ্বাস ফেলে
কঠিন থেকে আরও কঠিনতম হই l
সবাই বুঝবে না, কেউ কেউ ছাড়া
নষ্ট কে কষ্ট দিয়ে শান্তি পাওয়াও সভ্যতা ..........


সবল শয়তান কে সরাতে না পেরে
চুপচাপ সরে যাই নিরবে !
ওগো উদাসিনী -
আজ আদর দিও না উপল অঙ্গে !
ওই রূপের ক্ষণপ্রভা জাগাতে পারবেনা তনুর প্রভা ,
অতনু মরেছে অন্তরে l
জানি হাওয়াতে হারাবে তোমার স্বর্ণালী সত্তা
খুঁজে ফেরার তাড়ায় আমিও নিখোঁজ হবো l
যদিও জানি সোহাগ দিয়ে সর্বস্ব কাড়ার নামও সভ্যতা !!
আমি মূর্খ তাই .....