কলাগাছে ঘেরা   বাঁশ বনে ভরা
আর বন কলমির বেড়া l
যখন-ই দেখি   মনে দেয় উঁকি
তার শাড়ি-চুড়ি আর ঘড়া l


অচেনা অতসী   প্রানেতে প্রেয়সী  
ফেরে চান সেরে আনমনে l
স্বভাবে সলাজ   ঘরে পড়ে কাজ
তবু উদাসী অজানা টানে l


পাতা ঝরা পথে   আলো-ছায়া সাথে
কেনো আসে যায় বারবার ?
আমি মুগ্ধ চোখে   কত ডাকি তাকে
ফিরে তাকালো না একবার !


কি জানি কি হয়   এ-মন কি কয়
আজকেও এখনো কখনো l
ঐ জঙ্গলে গ্রাম   ধরে ডাকে নাম
বলে- তুমি আমাদের চেনো !


কিছু থাকে পল   সময়ের ছল
সেতো স্মৃতি বাগিচার সুখ l
সেই সে তরুণী  নেই তেমনই
সব বুঝেও অবুঝ বুক l