মামার মহিমা মহান ভাইরে
মা-মা মিলে হয় মামা l
শিশুদের কাছে হাসি চাঁদ যেন
শীতেতে গরম জামা l


স্নেহ ভালবাসা শত আবদার
যেন ঠাকুমার ঝোলা l
পেটুকের কাছে পোলাও মিঠাই
কত খাবারের থালা l


তার স্নেহেরা ওই শিকেতে তোলা
আমরা বিড়াল বৎ !
ভুলগুলো দেখি ফুল হয়ে যায়
নেইতো নাকে ক্ষত !


মামার বাড়িতে যেতেই চায় না
এমন বাচ্ছা বিরল !
যদি হই নেড়া তবুও নড়ি না
হোক মাতুল শ্রীফল !


প্রবাদেতো তাই বলেছেরে ভাই
মামা না থাকার চেয়ে !
কানা মামাকেই কানাই বলোরে
ওঠোরে মহিমা গেয়ে !!