হৃদয়ের কাঁধে রেখে মাথা
হৃদয়-ই কাঁদে নিয়ে ব্যথা !
মন ঢাকে মনেরই ছায়া
শুধু -বোঝে না অবুঝ প্রিয়া !!


তাকে, কত কথা বলার ছিল
ডেকে, একা ফিরে চলে গেল !
পথে, পথ ঢাকে পথের-ই সাথী
হাতে, পড়ে থাকে হাত ধরার স্মৃতি !
তবু, জাগে উদাসী আলোতে কায়া
শুধু, বোঝে না অবুঝ প্রিয়া !!


মনে-মেঘে মনে-চোখে এসেছে শ্রাবণ
কেউ নেই কেন নেই শোনে কি  বারণ !
ঝড় ওঠে ভেঙ্গে পড়ে অসহায় হিয়া
শুধু , বোঝেনা অবুঝ প্রিয়া !!


করবী ফুটেছে দেখো বন-ছায়
গাইছে কোকিল বসে নিরালায় !
ঋতু আজ ঋতুমতি হয়ে চায়
মনে কনে সবখানে ব্যথা ছায় !
সব আছে কিছু নেই এ কার মায়া
শুধু বোঝে না অবুঝ প্রিয়া !!