কার্নিশে কাক, নিরব ক্লান্ত দূপুর
অলস বাতাসের পায়ে ধূলোর নুপুর l
মনের কোণে কত গোপন কামরা
কোথাও একলা, কোথাও সবাই আমরা l
দরজা জানলা জানে জীবনের মানে
রোদ কিছু বলে, বুড়ো তালগাছের কানে !
প্রতিটা নতুন দিনের রঙ, পাল্টায় প্রতি পদে
খুশির পায়রা উড়ে গিয়ে, বসবে অন্য ছাদে l
সমীকরণের সমীক্ষায়- জীবন ভরা ভুল
ফুলদানিটা স্বপ্ন দেখে, ফোটাবে নতুন ফুল !
বুকের গভীরে জমাট কান্না, তবুও জাগছে হাসি
জীবন ভর জটিলতা, তবু তোমাকেই ভালবাসি l
তুমি কেউ না, শুধু বুকভরা নিঃশ্বাস
কালকেও আছি,  এই একান্ত বিশ্বাস l
টুকরো টুকরো সুখ দুঃখের লম্বা কথামালা
কোথায় সম্পদের সাচ্ছন্দ বা ভাতভরা এক থালা l
প্রতিনিয়ত স্মৃতির রুমালে ব্যথার ঘাম মোছা
গোলাপ হাসছে সামনে, আড়ালে কাঁটার খোঁচা l
সকাল পেরিয়ে বেলা, এরপর রাত আসবে
জীবন জানো কি প্রাণ তোমাকেই ভালবাসবে !!