বাতাস হঠাৎ দিক পাল্টে, চুল ছেড়ে চাল উড়িয়ে দিল
মনের মাঝে মস্ত তুফান, যার গেল; তার-ই গেল l
বুদ্ধুগুলো ভাবছে বসে, কেঁদে হাহুতাশ করবে শুরু
পালের ধাড়ি হাসি লুকোয়, তোমার ক্ষুরে প্রনাম গুরু !
আমি হয়তো মারা যাব, শহীদ বেদী তোমারি থাক
এই অধমে কজন চেনে ? তোমারই বাজে জয় ঢাক l
অনেক কিছুই শেখার ছিল, বিদ্যা নিয়েও অশিক্ষিত
চালবাজিটা হয়নি পড়া, বর্তমানের আস্ত ক্ষত !
স্বভাবগুলো বহুরূপী, ক্ষণে ক্ষণে রূপের বাহার
হেরে যাওয়া হাসিরা পায়, কষ্টের কঠিন প্রহার l
বোকাগুলো বুদ্ধি খোঁজে, কোথায় পাবো পরশ পাথর
ঘাম গুলো আজ রক্ত হয়ে, ব্যথায় কাতর l
লাল কাপড়ের ভুল নিশানায় মাতাল পাগল
ষাঁড় পালালো, লাঙ্গল দিতে আনছো ছাগল !
যা কিছু আজ ভাবছি বসে, নিখাদ সোনা
গহনা গুলো সিন্দুকে থাক, সবাই কানা !
একটা ভালো পঁচার সাথে পঁচেই যাবে
সব হারালে আজ খেয়ালে, কাল কি খাবে !
চোখের জল রুদ্ধ থাক, নাহলে ঘাঁটবে কাজল
আমায় জ্ঞানী শিখিয়ে গেছে, বোঁচকা আগল l