জীবন নিয়ে জীবন কেন, খেলছে এমন মরণ জুয়া !
দুপুর বেলা কুকুর ঘুমোয়, ওই শ্মশানে হুক্কা হুয়া l
আমি কিন্তু বদলে যাব, ক্লান্তি নিয়ে শেষের বেলা
মন মরবে অহংকারে, ভালবাসার হেলা-ফেলা l
ডাক দিওনা ভুলের কালে, সাজবে সবাই ডাকাত
দু'কুল ডুবেছে সেই জানবে, কোনটা শাঁখের করাত l  
আসলে; আসল-নকল মিলে গাইবে বেভুল গান
যার হারালো সেই জানবে; বিক্রি হয়না প্রাণ !
অল্প মূল্যে জীবন জমা, পৃথিবীর সব প্রান্তে l
এমনি পেয়ে ফালতু ভাবে, চেতনা কাঁদাবে অন্তে l
নির্দোষ তবু পাওনা হলো, সাজার উপর সাজা
গোপনে জ্ঞানী উল্টে খাবে, মাছটা যখন ভাজা l
ক্লান্তিগুলো হারার বুকে, শান্তিতে চোখ বুজবে
অবুঝ সোহাগ তন্দ্রা ফেলে, নষ্ট কারণ খুঁজবে l
সবই ছিল, এখনো আছে, থাকবেও চিরদিন  
স্বার্থবাদীরা স্বর্গ পেলেও, বোঝে না ত্যাগের ঋণ l