আজ নতুন করে ভাবতে হবে আবার
চোখের জলে তৃষ্ণা মেটাই যার;
সেই অবুঝ বোঝে না, কোথায় মনের হার !
দুষ্ট দংশনে হই দারুন জেরবার !
আজ নতুন করে ভাবতে হবে আবার l


অজান্তে যদি সাপ কে মাড়াও ভুলে !
গরল আগুনে শরীর উঠবে জ্বলে l
ছলনা নয় ছোবল মারবে পা'য়
তাই অদ্বুত এক শিহরণ জাগে গা'য় !
জীবনের পথে সামলে চলব এবার
আজ নতুন করে ভাবতে হবে আবার l


বুক তোলপাড়, নীরব ভাষায় ডাকছে যারা
কেউ স্বজন খোঁজে, কেউ বা সাহারা l
তবু হৃদয়ের হাত বাড়িও সব কাজে
কেউ নাধরলে মনকে মেরো না নিজে !
নাহলে বিশ্বাসের বন্ধন ছিঁড়বে বারবার
তবু নতুন করে ভাবতে হবে আবার l


অনির্বান শান্তারা