কলমের কালো কালি কাঁদে
নষ্ট মেয়েটার মতো !
সমাজের সফেদ পাতায়
কলঙ্ক শব্দের ক্ষত !!


যন্ত্রণার অভিশাপ গুলো
মিছিলে হাঁটবে আজ !
রঙিন হাসি-খুশি মেকিরা
সাজবে বিবর্ণ সাজ !!


কলমের কালো কালি কাঁদে
অতৃপ্ত আত্মার মতো !
সামনে আসলেই হারাবে
ভুল ভালোবাসা যতো !!


সবার জীবনে আলো ছিল
নিজে জ্বলে বা জ্বালিয়ে !
আঁধারের ইতিহাস মৌন
সাক্ষিরা গেছে পালিয়ে !!


কলমের কালো কালি কাঁদে
অক্ষমতায় সতত !
ডেকে ডেকে সব পাপীদের
ছিল দরকার জুতো !!


নাম লিখে পারে বলতেই
নিয়ে সাহসের ব্রত !
পোড়াও সততার দলিল
তবুও লিখবে শত !!


অনির্বান শান্তারা