আগুন ঝরানো বাক্যের ঝড়, চলে মিটিং মিছিল !
বেশির ভাগ বুদ্ধিজীবিরা জ্যান্ত বোধের আঁচিল l
কতিপয় আছে, যারা- জগতে ভরায় আলো
সিংহভাগেরা সিংহনাদে মেকি গর্জন করে ভালো !
সব বোঝে এরা, সমাজের সংকট সমস্যা
ভাবলেই পারে দূর করতে বিবাদ হিংসা
তবু আলোর নিচেই আঁধার বেঁধেছে বাসা
বুকের মাঝে যন্ত্রণা, উপরে দাঁত কেলিয়েই হাসা !
দেশের বুকে দরিদ্র শিশু বিদ্যা-শিক্ষাহীন
ফ্রিতে পড়ালে কত ভাল হয়, সপ্তাহে দুতিন দিন l
ঝোলাব্যাগ পাঞ্জাবি ধুতি শালটা সোহাগে জড়িয়ে
বাক্যেই মারে বাঘ-ভাল্লুক পঁচা সমাজের পাঁক মাড়িয়ে !


অনির্বান শান্তারা