দেনার উপর দেনা বাড়ে, আসল হিসাব হারায়
অন্ধ লোকে হাতড়ে চলে, বিপদ পথে দাঁড়ায় !
বাড়ের ঘরে বাড়বাড়ন্ত; অভাব আড়ালে কাঁদে
ঠিক কোনটা কে বলবে ? বিবেক বড়োই ফাঁদে !
শাক-সবজির ফলন ভালো, শীতের বাজার ভরা
কিনতে হারায় কুলকিনারা, নোটের বাজার খরা !
মন মেরেছে ক্ষতির ক্ষত; প্রেম- মরার উপর খাঁড়া
অবুঝ আবেগ ফেরারী হলে- শূন্য পথেই দাঁড়া !
চোখের বুকে চলছে কত; রং-বাহারির খেলা
আকুল হলেই দু'কূল যাবে; ডুববে সাধের ভেলা
তুমি আমি সবাই কারণ, জীবন কেন-তে ভর্তি !
কেন হলো ? কেন নিলো ? ওই পগারপার ফুর্তি l