নতুন করে চলেছিস উত্তর মেরুর পথে
অভাগা আমি পড়ে সেই দক্ষিণ মেরুতে
পারি না আজ দিতে বাধা, হারিয়েছি অধিকার
বহু কষ্টে বেড়ে ওঠা গেলাসটি ভেঙে চুরমার
সেই গেলাস,যেটা তৈরী ছিল সাদা কাচের
যা ছিল দুটি মনের পবিত্র এক সম্পর্কের
সেই খন্ড খন্ড টুকরো খুঁজে যখনি যাই জুড়তে
এই শরীর ক্ষত-বিক্ষত হয়ে ভেসে যায় রক্তস্রোতে
দায়ী এই বোকা ছেলে,একথা আমি ঢের বুঝেছি
নিজের-ই অজান্তে ভাঙা কাচে হাত কেটেছি
তাই বলে কি এর নেই কোনো ক্ষমা?
ছুঁড়ে ফেলা যায় না যত রাগ আছে জমা?
ক্ষমাহীন ভুল তো আমি করিনি
গেলাসটা ভেঙে যাক তা তো চাইনি
খন্ড টুকরোর সাথে ডাস্টবিনে সব আশা-ভরসা
শেখাতে পারলাম না ক্ষমা,দিয়েছি শুধু ভালোবাসা।।