নতুন ঊষার-
আরেকটি নতুন প্রভাত বেলা!
পাখিরা যাচ্ছে গেয়ে সুরে সুরে সুমধুর স্বরলিপি।
পাখা মেলে দিচ্ছে ডুব-
কখনো আকাশের বিশালতায় আবার আসছে সম্মুখে।
তন্দ্রা তখনো আচ্ছন্ন করে রেখেছে আমার আঁখি।
আছি আমি আবদ্ধ হয়ে এক ঘোরে।
কিসের সেই ঘোর?
একি নেশার ঘোর নাকি ভালবাসার ঘোর!
মনের দুয়ারে এলে কেউ-
সর্বদা দেখে সেই মুখখানি।
আমার সাথেও বাস্তবে হচ্ছে সেটাই।
যেখানেই দেখি কোন নারী-
তোমার মুখশ্রী উঠে ভেসে!
জানি না হবে কিনা আমারি তবু;
তোমায় আমার ভেতরের খুব আপন করেছে এই মন।
তোমার সংস্পর্শে এসেছে আমার পরিবর্তন।
মন আমার চায় থাকুক এই পরিবর্তন।
রাখে যেন আমায় এই অনুভূতির ঘোর।
ব্যস্ততা, মন আর সময় খারাপের মাঝেও-
যেন খুঁজে পাই একটু প্রশান্তি ভেবে তোমারি কথা!