অবোধ্য- যা যায়না সহজে বোঝা।
হোক তা প্রকৃতি, দেহের অভ্যন্তরীণ, অনুভূতি-
কিংবা প্রেয়সীর রাগ; অভিমান, খুনসুটি।
সত্যি অবোধ্য-যায়না পাওয়া সেই অনুভূতিগুলোর সৃষ্টির বিন্দু।
বাহির থেকে হয় যে মনে পাগলামো ছাড়া নয় যে কিছুই!
হৃদয় দিয়ে বুঝলে যায় যে বোঝা-
রাগ, অভিমান আর খুনসুটির মাঝে আছে সুপ্ত অনুভূতি।
***********
প্রেয়সী আমার তেমনি একজন।
অল্পতেই উচ্ছ্বসিত আবার মুহূর্তেই অগ্নিশর্মা।
তাঁর রাগ, অভিমান সত্যিই অবোধ্য মাঝে মাঝে!
কেমন করে সামলাবো এই প্রেয়সীকে আমার।
মানছি হয়েছি আমার অনেক দেরি-
পারিনি আসতে সময়মতো অনলাইনে।
প্রেয়সী রেগে যাচ্ছে প্রায় চলে।
গিয়েছে বলে পাবো আমি আমার কর্মের ফল।
হালকাভাবে নিয়েছি আমি; ভাবিনি সত্যি হবে তা।
কি নামে সম্বোধন করবো নেই আমার জানা।
নিজের উপর করেছে অত্যাচার-
ঘুমের ঔষধ, নাড়িসপন্দন কমানো আর;
নিজের রক্ত পাতলা করার ঔষধে।
অবোধ্য এমন প্রেয়সীকে বুঝবো আমি আছে কি তা জানা?