নিস্তব্ধ আর নির্মল রাত-
হয়েছে আলোকিত চাঁদের আলোয়।
শীতের কাঁপন লাগা।
খোলা ছাঁদে বসে দুজন পাশাপাশি।
করছি সিক্ত নিজেদের সেই চাঁদের আলোয়।
ইচ্ছে করছে হাতটি তোমার একটু দিতে ছুঁয়ে!
তবু কেমন যেন এক অস্বস্তি হচ্ছে অনুভূত।
ঠাণ্ডা লাগছে তোমার বেশ বুঝতে পারলাম।
নিজের গায়ে জড়ানো চাদর-
দিলাম তোমার গায়ে!
হলাম দুজন একটু কাছাকাছি প্রথমবারের মতো।
আলতো করে স্পর্শ করলাম তোমার হাত!
তবু বলবো না তোমায় আমার মনের কথা।
যদি হও শুধুই আমার-
সেই দিন মন খুলো বলবো তোমায়!
উষ্ণতার চাদর-
হোক শীতের উষ্ণতার কিংবা;
সবথেকে সুখতম অনুভূতির চাদর-
রাখুক দুজনকে এমন করেই জড়িয়ে!