শীতের মধ্য রাত।
কনকনে হাড় কাঁপানো শীতের হিমেল বাতায়ন।
নিস্তব্ধ রাত!
ঝিঁঝিঁ পোকার কলরব সুরের মূর্ছনা;
আকাশে তারার মেলা।
ফোনের একপ্রান্তে আমি অন্যপ্রান্তে তুমি।
হচ্ছে আমাদের মাঝে রাতের আলাপন।
তুমি তো নেই আমারি পাশে তবু-
আছো পাশে আমারি অনুভবে।
কখনো জানি না হবে কিনা সম্মুখে দেখা।
চলতে চলতে আমাদের কথামালা-
পেরিয়ে গেলো এক ঘণ্টা তেত্রিশ মিনিট।
সময়টুকু যে সবকিছুর উর্ধৈ।
অনুভবে শিহরণ-
হোক তা শীতের কিংবা;
কোন এক অজানা অনুভূতির শিহরণ-
থাকবে মনের গহীনে স্মৃতি হয়ে!